আয়, বেতন, পৃষ্ঠপোষক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা, গুগল সার্চ ইত্যাদি বিবেচনায় সবচেয়ে জনপ্রিয় ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করল ইএসপিএন। যাতে ফের লিওনেল মেসিকে হারিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনা ও বার্সেলোনা সুপারস্টারকে টপকে গ্রহের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদের খেতাব জয় করলেন পর্তুগিজ সুপারস্টার। মাঠের বাইরে এই তালিকায় মেসি তৃতীয় নির্বাচিত হন। মেসির ক্লাব সতীর্থ নেইমার রয়েছেন চতুর্থ স্থানে।
চমক দেখিয়ে এই তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক একমাত্র ক্রিকেটার হিসেবে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। কোহলি রয়েছেন অষ্টম স্থানে। ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ১৩ নম্বরে।
কোহলি ও ধোনি ক্রিকেটার হিসেবে জায়গা পেলেও অন্য ক্রিকেটাররা শীর্ষ ১০০ তে জায়গা পাননি। সবচেয়ে জনপ্রিয় ১০০ জন ক্রীড়াবিদের তালিকায় বাস্কেটবল ও ফুটবল খেলোয়াড়দের আধিপত্যই বেশি।
কোহলি ও ধোনি দুজনই জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্টের চেয়ে এগিয়ে রয়েছেন। এবোল্ট ১৫তম স্থানে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আছেন ৪১তম স্থানে।
নোভাক জোকোভিচ (১৬) ও ওয়েন রুনির (১৭) চেয়েও এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। এই ওয়েলস উইঙ্গার রয়েছেন ১২তম স্থানে। মারিয়া শারাপোভা (১৮) ও মেসুত ওজিল (১৯) শীর্ষ ২০- এ রয়েছেন।
Discussion about this post