ছন্দে ফিরতে সময় নেয়নি লিজেন্ডস অব রূপগঞ্জ। এক ম্যাচ পরই চেনা পথে দেখা গেল তাদের। ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ বৃহস্পতিবার পেল দারুণ এক জয়। মোহাম্মদ মিথুন ও আসিফ আহমেদ রাতুলের ব্যাটে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৬ উইকেটে হারিয়েছে মোশরারফ হোসেন রুবেলের দল।
এই জয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সে ওঠার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেল লিজেন্ডসরা। দিনের আরেক ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৮ রানে হারিয়েছে কলাবাগান। ব্রাদার্স ইউনিয়নকে ১১ রানে হারাল শেখ জামাল।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রাজিন সালেহ’র সেঞ্চুরিতে (১০৬) নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রান করে সিসিএস। জবাবে মোহাম্মদ মিথুনের ৯০ ও আফিস আহমেদ রাতুলের অপরাজিত ৭২ রানে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
সিসিএস: ৫০ ওভারে ২৪২/৭ (পিনাক ৩০, রাজিন ১০৬, সাইফ ৩, অমিত ৫৫, সালমান ০, উত্তম ৪, নাসুম ০, সাঈদ ২২, মেহরাব ১১*; আলাউদ্দিন ০/৬৫, আবু হায়দার ১/৪৫, মোশাররফ ৩/৩২, আসিফ ০/২৬, তাইজুল ২/৩৩, নাহিদুল ০/১৯, সৌম্য ০/১৮)।
রূপগঞ্জ: ৪৮.৪ ওভারে ২৪৩/৪ (সৌম্য ২২, জুনায়েদ ১৬, মিঠুন ৯০, জাজ্ঞি ১০, আসিফ ৭২*, আলাউদ্দিন ১৬*; সাইফ ৩/৩৮, উত্তম ০/৪৬, শাওন ০/৫২, নাসুম ০/৫২, সাঈদ ১/২৬, মেহরাব ০/২৬)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ মিঠুন।
Discussion about this post