মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ মেতে আছে হায়দারাবাদ। কারণটাও সংগত। তিনি যে বল হাতে মাঠ মাতাচ্ছেন। কিন্তু কথা বলার সেই পুরনো সমস্যাটা কাটিয়ে উঠা হয়নি। ইংরেজি শিখতে না পারলেও মাঠে ম্যাজিক চলছেই। তবে দুটো শব্দ ঠিকই জানেন- ‘প্রব্লেম এবং নো প্রব্লেম!’
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ইএসপিএন-ক্রিকইনফো তার সঙ্গে কথা বলতে গিয়ে বিপত্তিতে পড়েছিল। তবে দলের তরুন ক্রিকেটার রিকি ভুই সেই বিপত্তি থেকে বাঁচিয়েছেন। এই ক্রিকেটারটিই কাটার মাস্টারের নতুন বন্ধু। রিকি দোভাষীর কাজটাও করে দিচ্ছেন।
আইপিএলের দল হায়দরাবাদ সানরাইজার্সে মুস্তাফিজ ছাড়া বাংলা বলতে পারেন শুধু রিকি। তাইতো তাদের বন্ধুত্বা বেশ জমেছে। এছাড়া রিকি দু’বার বাংলাদেশ সফরও করে গেছেন। তিনি এখানকার অনেক কিছুই জানেন। তাইতো মুস্তাফিজের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে তার।
রিকি ভুই যেমনটা বলছিলেন, “আসলে ইংরেজি বলতে পারে না বলে দলের অন্যদের সঙ্গে খুব একটা কথা বলতে পারেনি ও। আমার সঙ্গেই কথা বলে, আমাদের মধ্যে তাই বেশ ভালো ঘনিষ্ঠতা।”
একইসঙ্গে তিনি জানালেন, মাঠে প্রয়োজনের সময় প্রতীকী ভাষা ব্যবহার করেন মুস্তাফিজ। বলছিলেন, “মজার ব্যাপার হল দুটি শব্দ বলে ও- ‘প্রব্লেম’ ও ‘নো প্রব্লেম’। যদি বলে ‘প্রব্লেম’, বুঝতে হবে ঝামেলায় আছে। ‘নো প্রব্লেম’ মানে কোন সমস্যা নেই।
এ পর্যন্ত আইপিএলে ১৪ ম্যাচ খেলে ফিজ নিয়েছেন ১৬ উইকেট।
Discussion about this post