ব্যাট হাতে ঝড় তোলা রীতিমতো ভুলেই গিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন্সি আর বোলিং সামাল দিয়ে রান তোলা হচ্ছিল না! সেই মাশরাফি বিন মর্তুজা এবার ব্যাট হাতে রেকর্ডই গড়ে ফেললেন। ঢাকা প্রিমিয়ার লিগে শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক ম্যাশ হাঁকিয়েছেন ১১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিও বাংলাদেশের রেকর্ড।
এর আগে সেই ২০০৯ সালে জিস্বাবুয়ের বিপক্ষে বুলাওয়াওয়েতে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান।
ঠিক এমন ম্যাচে কলাবাগান জিতেছে ২১ রানে। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলে কলাবাগান ক্রীড়া চক্র। জবাব দিতে নেমে ২৯৫ রান করে শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান ক্রীড়া চক্র: ৫০ ওভারে ৩১৬/৭ (সাদমান ১৭, জসিমউদ্দিন ৬৪, মাসাকাদজা ৪৪, তাসামুল ৩৩, মেহরাব ১৬, মাশরাফি ১০৪, শরিফুল্লাহ ১৫, তানভির ৯*, রাজ্জাক ০*; শফিউল ১/৬৩, সোহাগ ২/৩৯, ওয়াহিদুল ০/৫৭, সানি ০/৩৭, মুক্তার ০/৪১, মাহমুদউল্লাহ ২/৫৬, সাদাত ১/১৮)।
শেখ জামাল: ৫০ ওভারে ২৯৫ (আব্দুল্লাহ ৪০, মাহবুবুল ০, সোহাগ ৪৭, মার্শাল ১, মাহমুদউল্লাহ ২৭, সাদাত ৭, জাবিদ ৫২*, মুক্তার ৫১, সানি ১১, শফিউল ৩, ওয়াহিদুল ৪৯; মাশরাফি ১/৪২, সাব্বির ১/৩৫, রাজ্জাক ১/৫৫, মাসাকাদজা ৪/৩৭, নিহাদুজ্জামান ১/৭৩, শরিফুল্লাহ ০/২৬, তানভির ১/২৫)।
ফল: কলাবাগান ২১ রানে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মর্তুজা।
Discussion about this post