সময়টা ভাল যাচ্ছিল না তার। ব্যাট হাতে বড় ইনিংসের দেখা মিলছিল না। গত বছরের জুলাইয়ে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ হাফসেঞ্চুরি পেয়েছিলেন। এরপর নামের প্রতি সুবিচার করতে পারছিলেন কোথায়? তাইতো ফর্মে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছিলেন সৌম্য সরকার। তাইতো ঢাকা প্রিমিয়ার লিগে রানে ফিরতে মরিয়া ছিলেন এই ব্যাটসম্যান। সোমবার লিজেন্ডেস অব রূপগঞ্জের ফিরে পেলেন নিজেকে। খেললেন ৮৯ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস। তাতে দল খুঁজে নিল জয়ের ঠিকানা।
তবে একটুর জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়ছেন এখন এই বাঁহাতি ওপেনার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সৌম্যের দল রূপগঞ্জ এবারের লিগের শক্তিশালী দল আবাহনীকে ২১ রানে হারিয়েছে। ম্যাচসেরার পুরস্কার পেয়ে সৌম্য জানালেন, আবাহনীর মতো বড় দলের বিপক্ষে রান পেতে চেয়েছিলেন তিনি।
দীর্ঘ ২০ ম্যাচ পর হাফসেঞ্চুরি পাওয়া সৌম্য বলছিলেন, ‘দেখুন আবাহনী বড় দল। তাই তাদের বিপক্ষে বড় ইনিংস খেলার লক্ষ্য ঠিক করেছিলাম। আমার লক্ষ্য ছিল ইনিংসটাকে বড় করার। কিন্তু নিজের ভুলে সেঞ্চুরি মিস করলাম। সেঞ্চুরিটা হলে আরো ভালো হতো। কিন্তু সেটা তো হল না।’
সৌম্য জানালেন রানে ফিরতে সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। বললেন, ‘আমরা একই উইকেটেই খেলছি। সবাই রান করছে অথচ আমার হচ্ছে না। নিজের অনুশীলনটা ভালো মতো করার চেষ্টা করছিলাম। বোঝার চেষ্টা করছিলাম কোথায় কি ভুল হচ্ছে। আমি আসলে সুযোগের অপেক্ষায় ছিলাম। এবার সেই সুযোগ পেয়ে ভাল লাগছে।’
এবার এই ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চাইছেন সৌম্য।
Discussion about this post