এক ম্যাচ বিরতি শেষেই চেনা পথে ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শুক্রবার কলাবাগান ক্রিকেট একাডেমিকে ২৯ রানে হারিয়েছে মোশাররফ হোসেন রুবেলের দল।
চার ম্যাচে রূপগঞ্জের এটি দ্বিতীয় জয়। এবারের জয়ের নায়ক আসিফ আহমেদ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে রূপগঞ্জ। জবাবে বৃষ্টির কারণে কলাবাগানের লক্ষ্যমাত্রা নেমে আসে ২৫ ওভারে ১৭১ রানে। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানে শেষ হয় মাহমুদুল হাসানের কলাবাগান।
আবু জায়েদ ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পরও আসিফ আহমেদ ও সাজ্জাদুল হকের দুটি দায়িত্বশীল ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রানের মাঝারি সংগ্রহদাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
রূপগঞ্জের হয়ে আসিফ ১০৬ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮২ রান করেন। তিনিই জয়ের নায়ক। এছাড়া সাজ্জাদুল ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৮ বলে করেন ৭০ রান।
কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে আবু জায়েদ ৫০ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন মিরাজ ও রিফাত প্রধান।
রোববার পঞ্চম রাউন্ডের ম্যাচে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। দুদিন পর ফতুল্লায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে কলাবাগান ক্রিকেট একাডেমি।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৩৯/৯ (মিজানুর ১১, সৌম্য ২১, জুনায়েদ ০, মিঠুন ২৭, আসিফ ৮২, মোশাররফ ২, সাজ্জাদুল ৭০, আলাউদ্দিন ৯, নাহিদুল ১, হায়দার ৬*, তাইজুল ৩*; জায়েদ ৪/৫০, রিফাত ২/২৭, মেহেদি ২/২৯, মাহমুদুল ১/৫৮)
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: ২৫ ওভারে ১৪১/৭ (ইরফান ৭, মাইশুকুর ১১, আরাফাত ১০, মাহমুদুল ১২, মেহেদি ১৪, নুরুজ্জামান ১৩, তাপস ৩৭*, দিদার ৩, বিশ্বনাথ ৩২*; নাহিদুল ২/১৫, মোশাররফ ২/১৯, তাইজুল ১/১১, আসিফ ১/২১, আলাউদ্দিন ১/৩৮)
ফল: ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডে রূপগঞ্জ ২৯ রানে জয়ী
ম্যাচসেরা: আসিফ আহমেদ।
Discussion about this post