রীতিমতো বিস্ময়কর, জোড়া সেঞ্চুরিতেও শেষ রক্ষা হল না! লিস্ট ‘এ’ ক্রিকেটে সাইফ হাসান ও সালমান হোসেইনের দুর্দান্ত ব্যাটিংয়েও জিততে পারল না ক্রিকেট কোচিং স্কুল। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বিকেএসপিতে বাজিমাত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৫ রানে জিতল দলটি।
টস জিতে মঙ্গলবার ব্যাটিংয়ে নেমে ৪৮.৩ ওভারে অলআউট হয়ে তুলে ২৫৭ রান। জবাবে সাইফ হাসান ও সালমান হোসেইনের জোড়া সেঞ্চুরির পরও পা পিছলে গেল ক্রিকেট কোচিং। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে তারা।
১৭ বছর বয়সী সাইফ করেন ১০০ রান। সালমানের ব্যাটে ১১০।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ৪৮.৩ ওভারে ২৫৭ (মারুফ ১৯, শাহনাজ ৩৬, মুনাবিরা ৪, সাব্বির ১৬, শুভাগত ১৪, তাইবুর ৭৬, ইয়াসির ৫৩, নুরুল ১৪, রুবেল ৫, নাজমুল ৪*, মনির ৩; নাসুম ৩/৪৫, রিফাত ২/২৯, শাওন ২/৩৮, সাইফুদ্দিন ২/৫৩, সালমান ১/৩৫)
ক্রিকেট কোচিং স্কুল: ৫০ ওভারে ২৫২/৭ (উত্তম ৫, পিনাক ৭, সাইফ ১০০, সালমান ১১০, সাইদ ১০, সাইফুদ্দিন ০, নাসুম ৮, রাজিন ১*, নবি ১*; রুবেল ৩/৪৮, শুভাগত ২/৩৬, মনির ২/৪৯)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ রানে জয়ী।
ম্যাচসেরা: সালমান হোসেন।
Discussion about this post