এইতো ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন ৪জন। এছাড়া ১৫টি পদের জন্য মোট ৩৩ জন লড়াই করবেন ।
এক নজরে দেখে নেই বাফুফে নির্বাচনে কারা অংশ নিচ্ছেন-
সভাপতি-কাজী সালাউদ্দিন (সালাউদ্দিন প্যানেল), কামরুল আশরাফ খান (বাঁচাও ফুটবল প্যানেল), গোলাম রব্বানী হেলাল ও নুরুল ইসলাম নুরু।
সিনিয়র সহ-সভাপতি- আব্দুস সালাম মুর্শেদী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
সহ-সভাপতি- বাদল রায়, কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, আলহাজ্ব শামসুল হক চৌধুরি, খুরশিদ আলম বাবুল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মুমিনুল হক সাঈদ, তাবিথ আউয়াল ও শেখ মোহাম্মদ মারুফ হাসান।
সদস্য: (সালাউদ্দিন প্যানেল)- হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিত দাস রুপু, মো: ফজলুর রহমান বাবুল, মো: ইলিয়াস হোসেন, মাজফুজা আক্তার কিরণ, মো: শওকত আলী খান জাহাঙ্গীর, মহিউদ্দিনি আহমেদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো ও তৌফিকুল ইসলাম তোফা।
সদস্য: (বাঁচাও ফুটবল প্যানেল)- নওশেরউজ্জামান, শেখ মো: আসলাম, আব্দুল গাফফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মো: টিপু সুলতান, মো: ইকবাল, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির ও কায়সার হামিদ।
অন্যান্য সদস্যপ্রার্থীদের তালিকায় আছেন: সুলতান জনি, বিজন বড়ুয়া, আমের খান, মো: ইকবাল হোসেন, মো: হাসানুজ্জামান খান বাবলু, মো: সাইফুর রহমান মনি, হাজী মো: টিপু সুলতান, মো: ইকবাল ও আসাদুজ্জামান মিঠু।
Discussion about this post