এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে ২২ এপ্রিল। ঘরোয়া ক্রিকেটের সম্মানজনক এই টুর্নামেন্টের অংশ নেওয়া ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল রোববার। তরুন-অভিজ্ঞদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে লিগের আলোচিত দল লিজেন্ডস অব রূপগঞ্জ।
‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনকে ২৫ লাখ টাকায় দলে টেনেছে এক সময়ের চ্যাম্পিয়ন দলটি। দু’জনই দুর্দান্ত ক্রিকেট খেলছেন। আছেন জুনায়েদ সিদ্দিকীর মতো অভিজ্ঞ ক্রিকেটার।
এক নজরে দল-সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, আবু হায়দার রনি, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদী হাসান রানা, নাহিদুল ইসলাম, সাজেদুল হক রিপন, মুরাদ খান, শাহীন হোসেন। তারা ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনকে ধরে রেখেছে।
এদিকে মাশরাফি বিন মর্তুজাকে ৩০ লাখ টাকায় ‘আইকন’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। একই দামে মুশফিকুর রহিমকে মোহামেডান, মাহমুদউল্লাহ রিয়াদকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাব্বির রহমানকে প্রাইম ব্যাংক, ইমরুল কায়েসকে ব্রাদার্স ইউনিয়ন এবং সাকিব আল হাসান ও তামিম ইকবালকে দলে টেনেছে আবাহনী লিমিটেড।
Discussion about this post