যে দেশের হয়ে খেলেন তিনি, সেই দেশেই কীনা তার এতো বড় অপমান! নিজ দেশের বিমানবন্দরে ৪০ মিনিট ‘আটক’ থাকতে হল তাকে। ইংলিশ ক্রিকেটার মঈন আলি এমন বিব্রতকর ঘটনার মুখোমুখি হলেন। ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই অভিজ্ঞতা হয় অলরাউন্ডারের।
টুইটারে টুইট করেন মঈন আলি লেখেন, ‘আগে দলের সঙ্গে একাধিকবার দেশের বাইরে গিয়েছি। কিন্তু বিমান বন্দরে কখনো আটকে থাকতে হয়নি। তবে আজ যখন একা একা বিমান বন্দরে চেকিংয়ের জন্য দাঁড়িয়েছি তখন কি না আমাকে আটকে রাখা হলো!’
তার এই টুইটের পরই শুরু হয়েছে আলোচনা। অনেকেই সমবেদনা জানিয়ে টুইট করেছেন। তবে কেউ কেউ আবার বিরুপ মন্তব্যও করেছেন। একজন ইংলিশ ক্রিকেটারকে তার দাঁড়ির জন্য ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীদের চেহারার সঙ্গে তুলনাও করলেন।
তবে বলা হচ্ছে ধর্মপ্রান মুসলিম এই ক্রিকেটার তার দাঁড়ির জন্য এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। তার সতীর্থ আদিল রশিদ টুইটারে লিখেছেন, ‘এটা চরম লজ্জার বিষয়।’ ওয়াইজ শাহ লেখেন, ‘আমার মনে হয় তোমার দাঁড়ির কারণেই এমনটা হয়েছে।’ বেশিরভাগেরই ধারণা ধর্মীয় পরিচয়টার কারণেই হেনস্তার শিকার হলেন মঈন আলি।
Discussion about this post