প্লেয়ার্স বাই চয়েজ ভিত্তিতে রোববার অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর এক হোটেলে পুরো কার্যক্রম পরিচালনা করবেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
জানা গেল- প্রচলিত আইন মেনেই প্লেয়ার্স কন্ট্রাক্ট হবে। অর্থ সংক্রান্ত সকল আইন মেনেই খেলোয়াড়দের চুক্তি সম্পন্ন করা হবে। ক্রিকেটারদের আয়ের উপর দিতে হবে ট্যাক্স।
প্লেয়ার্স ড্রাফটে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে ভারতে গেছেন দু’জন। বিসিবির অনুমতি নিয়েই আইপিএলে গেছেন এই দুই তারকা ক্রিকেটার। বোর্ডের অনাপত্তিপত্র পেয়ে তারা আইপিএলের পুরো মৌসুম খেলতে গেছেন। তাদের ড্রাফটে রাখা হবে না বলা হচ্ছিল। কিন্তু শনিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সভায় দুজনকেই তালিকায় রাখার সিদ্ধান্ত হয়।
দেশের একমাত্র ‘লিস্ট এ’ একদিনের ম্যাচের এই টুর্নামেন্ট শুরু ২২ এপ্রিল থেকে।
প্লেয়ার বাই চয়েসের জন্য ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারন করা হয়েছে। মোট আটটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে।
সেগুলো হচ্ছে-আইকন, ‘এ প্লাস’ গ্রেড, এ গ্রেড, বি প্লাস গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড ও ই গ্রেড। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা, ‘এ’ প্লাস গ্রেড ২৫ লাখ, ‘এ’ গ্রেড ২০ লাখ, ‘বি’ প্লাস গ্রেড ১৫ লাখ, ‘বি’ গ্রেড ১২ লাখ, ‘সি’ গ্রেড ৮ লাখ, ‘ডি’ গ্রেড ৫ লাখ এবং ‘ই’ গ্রেড সাড়ে তিন লাখ টাকা করে পাবেন।
জানা গেছে- ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবেন তিনটি ধাপে। দল পাওয়ার পর ৩০ শতাংশ। সুপার লিগের আগে ৩০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ লিগ শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে। পুরো ব্যাপারটি তদারকি করবে বিসিবি।
Discussion about this post