তিনি বেড়ে উঠেছেন গ্রামের আলো-বাতাসে। আর্থিক সমস্যাকে উড়িয়ে দিয়ে স্বপ্নের মতো শৈশব কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাইতো শহুরে জীবন থেকে একটু ছুটি মিলতেই চলে যান গ্রামের বাড়িতে। চেনা পরিবেশে।
টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশ ফিরেই অবসর সময় মুস্তাফিজের। তাইতো সময়টা কাজে লাগিয়ে এই পেসার চলে গেলেন নিজ বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালির তেঁতুলিয়া গ্রামে। সেখানে এখন বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন কাটার মাস্টার।
সেখানে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতেও ছুটতে হচ্ছে তাকে। গ্রামের মুক্ত বাতাসেও ব্যস্ত সময় কাটছে মুস্তাফিজের। এরইমধ্যে ঘরে রান্না হচ্ছে তার পছন্দের খাবার। মায়ের হাতের রান্না উপভোগ করছেন তিনি।
এইতো বুধবার মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়ালেন বিশ্ব ক্রিকেটের নতুন এই সেনসেশন। অবশ্য বেশিদিন এমন ছুটি উপভোগ করা হচ্ছে না তার। সামনেই আইপিএল। সেখানে সানরাইজার্সের হয়ে বল করবেন তিনি। সব কিছু ঠিক থাকলে দুই একদিনের মধ্যে রাজধানী ঢাকায় আসবেন কাটার মাস্টার।
Discussion about this post