এ যেন মরার ওপর খাড়ার ঘা! ভারতের কাছে ১ রানে হারের সেই দুঃখ এখনো মিলিয়ে যায় নি। তার মধ্যেই দুঃসংবাদ- সেই ম্যাচে ‘স্লো ওভার রেট’ করায় জরিমানা করা হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের সদস্যদের।
আইসিসি শুক্রবার জানাল, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবারের সেই ম্যাচে বল করতে সময় বেশি নিয়েছে বাংলাদেশ। সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে টাইগাররা। তাইতো নিয়ম অনুযায়ী আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমনা করছেন। তবে অধিনায়ক মাশরাফির অংকটা একটু বেশি। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে ম্যাশের।
বুধবার জয়ের খুব কাছে গিয়েও মাত্র ১ রানে ভারতের কাছে হারে বাংলাদেশ। অথচ শেষ তিন বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান।
Discussion about this post