এখনো তাসকিন আহমেদকে নিয়ে হাল ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশা সেই বিতর্কিত নিষেধাজ্ঞা কাটিয়ে এই টি-টুয়েন্টি বিশ্বকাপেই মাঠে ফিরবেন তিনি। তাইতো মঙ্গলবার হঠাৎ ভারতে গেলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেখা করবেন আইসিসির কর্তাব্যাক্তিদের সঙ্গে। কথা বলবেন তাসকিন ইস্যুতে।
অন্যদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, তাসকিনের রিভিউয়ের শুনানি দুই-একদিনের মধ্যে হবে। মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তারও আগে গত সোমবার আইসিসিতে তাসকিনের রিভিউয়ের নোটিশ পাঠায় বিসিবি। এই প্রক্রিয়ায় নতুন করে পরীক্ষা দেয়ার কিছু না থাকলেও প্রথমে একাধিক শুনানি হবে। দুই পক্ষ নিজেদের যুক্তি-তর্ক তুলে ধরবে। তারপরই জানা যাবে আইসিসির সিদ্ধান্ত।
বলা দরকার টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই মাঠ আম্পায়ার। আইসিসি সাত দিনের মধ্যেই দুই টাইগারকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বলে জানায়। সেই পরীক্ষা শেষে দু’জনকে বোলিংয়ে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি।
Discussion about this post