তিনিই যে দেশের সেরা ক্রিকেটার সেটা আরো একবার প্রমাণ করে দিলেন তামিম ইকবাল। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে গড়লেন সেঞ্চুরি। আবার এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন এই মারকুটে ব্যাটসম্যান।
রোববার ভারতের ধর্মশালায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামার আগে টি-টুয়েন্টিতে তার রান ছিল ৯৮৯।
এরপর চটজলদি হাজার রানের মাইলফলক পেরিয়ে যান। শেষ পর্যন্ত ৬১ বলে খেলেছেন অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে গড়েন আরো এক ইতিহাস। অবশেষে টি-টুয়েন্টি এলো টাইগার ব্যাটসম্যানদের সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
এর আগেই অবশ্য টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন তামিম।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলে যাচ্ছেন তামিম। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭। এবার ১০৩। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগেই সংগ্রহ ২৩৩ রান।
Discussion about this post