মাশরাফি বিন মর্তুজা একাধিকবার বলেছেন ‘ক্রিকেটাররা সত্যিকারের নায়ক নন, আমরা শুধুই এন্টারটেইনার। সত্যিকারের নায়ক হলেন মুক্তিযোদ্ধারা।’ টাইগারদের সেই অধিনায়ক এবার বললেন, একুশ তাকেও অনুপ্রানিত করে। এইতো রোববার মহান একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর পুরো দল নিয়ে মাশরাফি গেলেন মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে। সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে গিয়েছিলেন ফুল দিলেন সবাই। নগ্ন পায়ে গাইলেন সেই কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…।
সেই শ্রদ্ধা জানানো শেষে মাশরাফি বললেন, ‘দেখুন, মায়ের ভাষায় কথা বলতে পারি এটা ভেবে গর্ব হয়। আমাদের সবার উচিৎ বাংলা ভাষার জন্য গর্ব করা। ২১ ফেব্রুয়ারি পুরো জাতীকে ঐক্যবদ্ধ করে। এই দিনটি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।’
এদিকে অাসছে বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। এই টুর্নামেন্ট নিয়ে তিনি বললেন, ‘ভালো খেলার জন্য প্রস্তুত হয়ে আছে সবাই। আশা করছি যে যার জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো ফল করা সম্ভব।’
Discussion about this post