দুবাইয়ে পৌঁছেই সরব হয়ে উঠলেন মুশফিকুর রহীম। ফেসবুক স্ট্যাটাসে তামিম-সাকিবকে রেখে হাসিমুখ ছবি দিয়ে স্ট্যাটাস লিখলেন, ’আলহামদুলিল্লাহ দুবাই পৌঁছে গেছি।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বৃহস্পতিবার ঢাকা ছাড়েন দুই বাংলাদেশি তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ভিসা সংক্রান্ত জটিলতার যেতে কিছুটা দেরি হল মুশফিক ও তামিমের।
এই লিগে সাকিব, তামিম আর মুশফিক ছাড়া মুস্তাফিজুর রহমানও ছিলেন। কিন্তু ইনজুরির কারণে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে খেলতে পারছেন কাটার খ্যাত এই বোলার।
এর আগে মুশফিক বিমানে উঠার আগে লেখেন, ‘অবশেষে পিএসএলে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে। আমাদের জন্য দোয়া করবেন।’
এইতো শুক্রবার সাকিব-মুশফিকের দল করাচি কিংস লড়বে লাহোর কালান্দার্সের সঙ্গে। তামিম ইকবালের পেশোয়ার জালমি মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।
Discussion about this post