ফুটবল বিশ্ব এখন উত্সুক-কে হবেন বার্সেলোনার নতুন কোচ। গত শুক্রবার ক্যানসারের কারণে টিটো ভিলানোভার সরে দাঁড়ানোর সময় বার্সা সভাপতি সান্দ্রো রোসেল বলেছিলেন, এ সপ্তাহের মধ্যেই নতুন কোচ ঠিক করে ফেলা হবে। গতকাল পর্যন্ত বার্সেলোনার অনুশীলনও বন্ধ ছিল। ম্যানেজমেন্ট এখন ব্যস্ত নতুন একজন কোচের সন্ধানে। বার্সার স্পোর্টিং পরিচলক আন্দোনি জুবিজারেতা রয়েছেন এখন আর্জেন্টিনাতে। সেখানে তিনি কথা বলতে গেছেন প্যারাগুয়ের সাবেক আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর সঙ্গে। বেশ কয়েকজনের সঙ্গে তিনিও আছেন বার্সেলোনার হট চেয়ারে বসার দৌড়ে। খেলোয়াড় হিসেবে কিছুদিন কাতালান ক্লাবটিতে খেলেছেন এ আক্রমণাত্মক মিডফিল্ডার। আর্জেন্টিনার হয়ে মাত্র একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে কোচিং ক্যারিয়ারটা বেশ দীর্ঘই বলা যায় তার। গত দুই মৌসুম তিনি আর্জেন্টাইন ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজকে কোচিং দেন। গত বছর বড় একটি ট্রফিও জেতে তার দল। কিন্তু সম্প্রতি এ ক্লাবের সঙ্গে তার সম্পর্ক চুকে গেছে। এর আগে প্যারাগুয়ে জাতীয় দলের সঙ্গে চার বছরের দায়িত্বকালে দক্ষিণ আমেরিকায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। ২০০৭ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিতও হন মার্টিনো। বার্সার নতুন কোচ পদে তিনি প্রার্থী। শুধু প্রার্থী বললে ভুল হবে, অন্যতম ফেভারিট প্রার্থী। বার্সার সেরা তারকাটির সমর্থনও ইতোমধ্যে পেয়ে গেছেন ৫০ বছর বয়সী এ পেশাদার কোচ। মেসি জানিয়েছেন, মার্টিনোকে পেলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। বলছিলেন, ‘আমি মার্টিনোকে বেশ পছন্দ করি। তার কৌশল অসাধারণ। তার অধীনে দল খুব ভালো খেলে। এ কারণে অন্যরাও সবাই মার্টিনোকে পছন্দও করে। সে একজন উঁচুমানের কোচ।’
কোচ হওয়ার দৌড়ে অবশ্য আরও অনেকেই আছেন। টিটো ভিলানোভার দুই সহকারী জোর্দি রৌরা ও হুয়ান ফ্রান্সিসকো রুবির নাম। এ দু’জনের মধ্যে রৌরার চেয়ে এগিয়ে আছেন ফ্রান্সিসকো রুবি। কারণ ভিলানোভার অবর্তমানে গত মৌসুমে দলকে ভালোভাবে পরিচালিত করতে পারেননি রৌরা। নাম আসছে সাবেক বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, সাবেক ড্যানিশ ফুটবলার মাইকেল লাউড্রপ, সাবেক স্প্যানিশ মিডফিল্ডার লুইস এনরিকেরও। এছাড়া ইয়াপ হেইনকেস, ইয়ুর্গেন ক্লপ, রবার্তো মানচিনি, আন্দ্রে ভিয়াস-বোয়াস, মার্সেলো বিয়েলসার নামও শোনা যাচ্ছে।
Discussion about this post