এটাকেই বলে কারো সর্বনাশ কারো পৌষমাস। এই যেমন ইনজুরিতে পড়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ হয়ে গেল মুশফিকুর রহীমের। তার জায়গায় পরের দুই টি-টুয়েন্টির দলে ঢুকলেন তাসকিন আহমেদ।
চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে আছে বাংলাদেশ।
শেষ দুই টি-টুয়েন্টি ম্যাচের বাংলাদেশ দলে নেই শুভাগত হোম চৌধুরী, আল-আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমান। দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ এবং মুক্তার আলি। প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন পেস বোলার শহীদ।
বাংলাদেশ-জিম্বাবুয়ে তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ ২০ জানুয়ারি। চতুর্থ ম্যাচ ২২ জানুয়ারি, খুলনায়।
বাংলাদেশ দল-
মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, আরাফাত সানি, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ এবং মু্ক্তার আলি।
Discussion about this post