স্পট-ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে জড়িয়ে সেই ২০১০ সাল থেকে ক্রিকেটের বাইরে আছেন তিনি। লর্ডস টেস্টের সেই অপরাধের পর সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হন সালমান বাট। সঙ্গে ছিলেন অন্য দুই পাপী মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এইতো সেদিন আমির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। এবার সেই পথে পাকিস্তানের তখনকার টেস্ট অধিনায়ক বাট।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন আসিফ এবং বাট। ২০১০ সালে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ‘নো’ বল করায় পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন পাকিস্তানের তিন ক্রিকেটার বাট, আসিফ ও মোহাম্মদ আমির।
পাঁচ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ক্রিকেট ভুলে যান নি তারা। এইতো সালমান বাট ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির (ওয়াপদা) হয়ে দারুণ এক সেঞ্চুরি করলেন। রোববার তার ব্যাট থেকে আসে ১৪৩ বলে ১৪টি চারে ১৩৭ রান।
তাইতো দারুণ উচ্ছসিত বাট। বললেন, ‘দেখুন পুরো ব্যাপারটি আমার কাছে নতুন করে জন্মানোর মতো। ফের জাতীয় দলে জায়গা করে নিতে নিজেকে উজাড় করে দেবো।’
Discussion about this post