আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগেই অবশ্য দুঃসংবাদটা পেয়ে গেছে বাংলাদেশ। নিরাপত্তা নামের জুজুতে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দলটিকে বাংলাদেশে পাঠাচ্ছে না।
এ অবস্থায় আইসিসি পাশে দাড়িয়েছে বাংলাদেশের। এবার পাকিস্তানকও বিসিবির হয়ে কথা বলল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান মনে করেন অজিদের বর্জনটা রীতিমতো অন্যায় হয়ে গেছে। স্বাগতিক বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ দেয়া উচিত বলে মনে করেন তিনি।
শাহরিয়ার খান বলেন, ‘টুর্নামেন্ট থেকে যদি কোনো দল নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে অবশ্যই সেই দেশটির স্বাগতিক দেশকে ক্ষতিপূরণ দেয়া উচিত। কারন আয়োজনের জন্য স্বাগতিক দেশকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’
Discussion about this post