সদ্য শেষ হওয়া বছরটা স্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির। এ বছরই মহেন্দ্র সিং ধোনির একচেটিয়া দাপট শেষ করে দিয়ে শীর্ষে উঠে আসেন তিনি। হয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। তারই পথ বেয়ে ধোনির চেয়ে আইপিএলে মোটা বেতন পেয়ে যাচ্ছেন কোহলি।
ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে দেওয়া একটি তালিকায় এমনই দাবি করা হল শুক্রবার। কোহলিকে রাখতে যেখানে ১৫ কোটি রুপি খরচ করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আর ধোনিকে ১২.৫ কোটি রুপি দেবে পুনে।
বোর্ডের শীর্ষপদে আসীন হওয়ার পর থেকেই স্বচ্ছতার ওপর জোর দিয়েছিলেন শশাঙ্ক মনোহর। জানিয়েছিলেন, টাকাপয়সা–সংক্রান্ত হিসেবনিকেশের যাবতীয় তথ্য তুলে দেওয়া হবে বোর্ডের ওয়েবসাইটে।
কোহলিই একা নন, বেশ কিছু ভারতীয় খেলোয়াড় আছেন, যাঁদের মূল বেতন নিলামের দরের থেকে বেশি। হরভজন সিংকে ৫.৫ কোটি রুপি দিয়ে কিনেও ৮ কোটি বেতন দিতে হয় মুম্বইকে।
এদিকে কলকাতা নাইট রাইডার্স রেখে দিচ্ছে তাদের বড় অস্ত্র সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার খেলছেন শাহরুখ খানের দলে।
Discussion about this post