২০১৫ সালটা কিছুতেই স্মরণে রাখতে চাইবে না দেশের ফুটবল ভক্তরা। একের পর এক হতাশাজনক খবরে হতাশ হয়েছেন সবাই। ইতিহাসে মাঠে সবচেয়ে বেশি গোল হজম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ধাক্কা সামলে উঠার সুযোগ থাকছে বছরের শুরুতেই। ২০১৬ সালের ৮ জানুয়ারি মাঠে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। চতুর্থ আসরে মোট আটটি দল। বৃহস্পতিবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলে বাফুফে।
৮ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বলা দরকার গ্রুপ ‘এ’ তে স্বাগতিক বাংলাদেশ লড়বে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে। ‘বি’ গ্রুপে আছে কম্বোডিয়া, বাহরাইন, মালদ্বীপ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
গোল্ডকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যশোর স্টেডিয়ামে ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ৮ জানুয়ারি উদ্বোধনী ম্যাচসহ চারটি ম্যাচ হবে যশোর। বাকী সব ম্যাচগুলো হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সূচি-
তারিখ ম্যাচ
৮ জানুয়ারি বাংলাদেশ – শ্রীলঙ্কা
৯ জানুয়ারি মালয়েশিয়া – নেপাল
১০ জানুয়ারি বাংলাদেশ (অ-২৩) – বাহরাইন
১১ জানুয়ারি মালদ্বীপ – কম্বোডিয়া
১২ জানুয়ারি নেপাল – শ্রীলঙ্কা
১৩ জানুয়ারি কম্বোডিয়া – বাহরাইন
বাংলাদেশ (অ-২৩) – মালদ্বীপ
১৪ জানুয়ারি মালয়েশিয়া – শ্রীলঙ্কা
বাংলাদেশ – নেপাল
১৫ জানুয়ারি বাহরাইন – মালদ্বীপ
বাংলাদেশ (অ-২৩) – কম্বোডিয়া
সেমিফাইনাল
১৭ জানুয়ারি এ-গ্রুপ চ্যাম্পিয়ন ও বি-গ্রুপ রানার্সআপ
১৮ জানুয়ারি বি-গ্রুপ চ্যাম্পিয়ন ও এ-গ্রপ রানার্সআপ
ফাইনাল
২০ জানুয়ারি
Discussion about this post