কোন বাধাই থাকল না আর। লাহোর হাইকোর্টের রায়ও গেল মোহাম্মদ আমিরের পক্ষে। তার মানে সহসাই পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে দিতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে জাতীয় শিবিরে ফিরেছেন এই পেস বোলার।
যদিও ক্যাম্পে তার উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ পাকিস্তানের ওয়ান ডে অধিনায়ক আজহার আলি। পদত্যাগও জমা দিয়েছিলেন তিনি। তবে সেই সমস্যা বোর্ডের হস্তক্ষেপে শেষ!
অবশ্য মোহাম্মদ হাফিজও স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারের প্রত্যাবর্তনের বিরুদ্ধে। আবার পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দু’মেরুতে। কেউ আমিরের পক্ষে আবার কেউ বিরুদ্ধে। কিন্তু যাকে নিয়ে এতো আলোচনা সেই মানুষটি সুযোগের অপেক্ষায়। বিপিএলে ঝড় তুলেছিলেন। এবার ঝড় তুলতে চান পাকিস্তানের হয়ে।
Discussion about this post