এইতো আসছে বছরের মার্চে ক্রিকেট উৎসব হবে ভারতে। বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। তাতে থাকছে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ নারী ক্রিকেট দল শুরু করল অনুশীলন ক্যাম্প।
মিরপুরের হোম অব ক্রিকেটে দলের কোচ চ্যাম্পিকা গামাগের কাছে রিপোর্ট করে দলের ক্রিকেটাররা।
প্রাথমিক দলে ডাক পাওয়া ২৩ জনের মধ্যে ১৭ জন নারী ক্রিকেটার অনুশীলনে অংশ নেন প্রথম দিন। জাহানারা আলম তার সতীর্থদের নিয়ে হালকা অনুশীলন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপে পজেটিভ ক্রিকেট খেলা। তাইতো আগে থেকেই কঠোর অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছি।’
১৫ মার্চ ভারত বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের মিশন। ১৭ মার্চ ইংল্যান্ডের সঙ্গে পরের ম্যাচ। ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২৪ মার্চ প্রতিপক্ষ পাকিস্তান।
Discussion about this post