শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় সহজে মুক্তি মিলছে না জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের। এমন কী বিপাকে পড়তে যাচ্ছেন তার স্ত্রী জেসমিন জাহান নিত্য। তাদের মঙ্গলবার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এইতো এ বছরের সেপ্টেম্বরে এই মামলা হয় তাদের বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তারা ছিলেন পলাতক। এরপর ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহাদাতের স্ত্রী নিত্যকে। পরে শাহাদাত আত্মসমর্পণ করেন। দুজনকেই পাঠানো হয় কারাগারে। এরপর অবশ্য নিত্য, শাহাদাতের জামিন মঞ্জুর হয়।
৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কালশী থেকে শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন এক ব্যক্তি। মিরপুর মডেল থানায় শাহাদাত-নিত্যর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।
সেই গৃহকর্মীর ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন শাহাদাত-নিত্য।
Discussion about this post