ইংল্যান্ডকে ৩৬১ রানে থামিয়ে দিয়ে অস্ট্রেলিয়া বেশ স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল। কিন্তু জবাবি ইনিংসের শুরু থেকে যে তাদের শুধু অস্বস্তি আর অস্বস্তি! দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। প্রথম ইনিংসের লড়াইয়ে ইংল্যান্ডের থেকে ২৩৩ রানে পিছিয়ে থাকে অস্ট্রেলিয়া। পড়ে ফলোঅনে। তবে কৌশল বদলে ইংল্যান্ড তাদের ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। আর দিন শেষে ইংল্যান্ড ২য় ইনিংসে ৩ উইকেট হারিয়ে করেছে ৩১ রান। লিড ২৬৪।
অফস্পিনার গ্রায়েম সোয়ান ৪৪ রানে ৫ উইকেট নিয়ে লর্ডসে অস্ট্রেলিয়ার ইনিংস ধসের মুল কারিগর। লর্ডসে এনিয়ে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন সোয়ান।
ট্রেন্টব্রিজের পর লর্ডসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার যে বিশ্রি ব্যাটিংয়ের হাল-তাতে এবারের অ্যাশেজে ইংল্যান্ড ৫ : অস্ট্রেলিয়া ০ এই বাজি ধরার ঝুঁকি নেওয়া যেতেই পারে! সিরিজে ব্যাট-বলের লড়াইয়ে ইংল্যান্ডকে ‘গালিভার’ আর অস্ট্রেলিয়াকে ‘লিলিপুট’ মনে হচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস : ২৮৯/৭ (কুক ১২, রুট ৬, ট্রট ৫৮, পিটারসেন ২, বেল ১০৯, বেয়ারস্টো ৬৭, প্রায়র ৬, ব্রেসনান ৭ ব্যাটিং, অ্যান্ডারসন ৪ ব্যাটিং; হ্যারিস ৩/৪৩, স্মিথ ৩/১৮, ওয়াটসন ১/৪১) ও ২য় ইনিংস ৩১/৩ । অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১২৮/১০ (ওয়াটসন ৩০, রজার্স ১৫, খাজা ১৪, ক্লার্ক ২৮; সোয়ান ৫/৪৪, ব্রেসনান ২/২৮)।
Discussion about this post