পুরস্কারের নাম স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি। কিন্তু এখানে ক্যারিবিয়দের নয়, দাপট অস্ট্রেলিয়ানদের। এবারো আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠল একজন অজি ক্রিকেটারের হাতে। স্টিভেন স্মিথ হলেন ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার। এর আগের দুই বছর এই পুরস্কার পেয়েছিলেন মিচেল জনসন এবং মাইকেল ক্লার্ক।
১৮ সেপ্টেম্বর, ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর, ২০১৫। এই সময়ের নৈপন্যুের ওপর ভিত্তি- এই পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার এই সুখবর পেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার টেস্টেও বর্ষসেরা হয়েছেন। ২৩ টেস্টে খেলে এই সময়ে তিনি করেন ১৭৩৪ রান।
Discussion about this post