মাশরাফি বিন মর্তুজা মানেই ম্যাজিকের আরেক নাম। তিনি মাঠে থাকলেই যেন প্রতিপক্ষ পুড়ে ছারখার। অন্তত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাস তাই বলে! আগের দুই আসরের শিরোপা উঠেছে তার হাতে। এবারো সেই মাশরাফির মুখেই হাসি। তার হাত ধরেই মঙ্গলবার ফাইনালে বরিশাল বুলসের বিপক্ষে ৩ উইকেটে জিতল কুমিল্লা। শেষ বলে এসে ধরা দিল রোমাঞ্চকর জয়।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জেতে কুমিল্লা। বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় তারা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তুলে ১৫৬ রান।
মাহমুদউল্লাহ রিয়াদ আর শাহরিয়ার নাফীস পথ দেখিয়েছেন বুলসে। প্রসন্নর ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৩ রান। ৪৮ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৩৬ বলে এই রান করেন বরিশাল অধিনায়ক।
তবে তাকে ছাড়িয়ে যান শাহরিয়ার নাফীস। ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।
এরপর জবাব দিতে নেমে নেমে দারুণ শুরু করেন ইমরুল কায়েস। তার ব্যাটে ৩৭ বলে ৫৩ রান। ৩০ রান আসে আহমেদ শেহজাদের ব্যাট থেকে। অলক কাপালি করেন অপরাজিত ৩৯। তাতেই এমন সহজ জয়।
Discussion about this post