সাফল্যের ষোলকলা পুর্ন হলো না! একটুর জন্য ট্রফি জিততে পারল না বাংলাদেশ নারী দল। টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে শেষ বলের নাটকীয়তায় ২ বলে হেরে গেল তারা। অবশ্য তার আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল জাহানারা আলমের দল। ভারতে অনুষ্ঠেয় সেই প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশ।
শনিবার থাইল্যান্ডে বাংলাদেশ অবশ্য ব্যাট হাতে বেশি দুর যেতে পারেনি। তাইতো ১০৬ রানের লক্ষ্যে নেমে ২ উইকেটের জয় তুলে নেয় আইরিশ নারী ক্রিকেট দল।
শারমিন আকতার ও নিগার সুলতানা উদ্বোধনী জুটিতে ভাল খেলছিলেন। তারা দু’জন করেন ২১ রান। নিগার ৫৭ বলে ৪১ রান করেন। রুমানা ৪৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। তারপরও বড় সংগ্রহ হয়নি। কেননা, অন্য টাইগ্রেসরা ব্যর্থ।
ব্যাটের পর বল হাতে নামের প্রতি সুবিচার করেন রুমানা আহমেদ। নেন ২ উইকেট। নাহিদা আক্তারও নিয়েছেন দুটি উইকেট।
Discussion about this post