এবার শুরু না হতেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল)। শুরুতে এলোমেলাে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বিনা টিকেটে দর্শক প্রবেশ। আর দ্বিতীয় দিনে দেখা মিলল অভিনব এক নাটকের। টস নিয়ে হল ধুন্ধুমার নাটক। অনেক দেন দরবারের পর এক ঘন্টা পর শুরু হল খেলা।
ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় সোমবার দুপুরে তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন ”দয়া করে ‘বাংলাদেশ পাড়াতো লিগ’, ‘বাংলাদেশ প্রহসন লিগ’ বা ‘ব্ল্যান্ডার প্রিমিয়ার লিগ’ বলে বিপিএলকে ছোট করবেন না।
বিপিএল এর চেয়েও ছোট।”
আবার ক্রীড়া সাংবাদিক বর্ষন কবীর তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, ”বিপিএল=বাংলাদেশ পাড়ার ক্রিকেট লিগ। একজন বললো দিনের প্রথম ম্যাচের নাটকের পর। সম্ভবত ভুল কিছু বলেনি।”
তাহলে এবার জানুন কী ঘটেছিল সোমবার মিরপুর শেরেবাংলায়। সোমবার মিরপুরে বিপিএলের তৃতীয় ম্যাচে টস করতে মাঠে নামার কথা চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল এবং সিলেট সুপার স্টার্সের মুশফিকুর রহিমের। খেলা শুরু হওয়ার কথা দুইটায়। টস তার মিনিট বিশেক আগে। কিন্তু একী! তামিম একা দাড়িয়ে, মুশফিক নেই!
সময় যেতে থাকে সিলেটের অধিনায়ক অনুপস্থিত। অন্যদিকে মাঠের বাইরে নানা গুঞ্জন! বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস- ইএসপিএন ক্রিকইনফো’কে বলেন- সিলেটের দুইজন ক্রিকেটার জোশুয়া কব ও রবি বোপারা সংশ্লিষ্ট বোর্ডের ছাড়পত্র নিয়ে আসেন নি। তাদের একাদশে ছিলেন দু’জন। তাতেই সমস্যা। অবশ্য জালাল এটাও বললেন, গত ৭ দিন থেকেই বিষয়টি নিয়ে সিলেট দল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট খেলোয়াড়কে বিপিএল কমিটির পক্ষ থেকে সাবধান করেছিলেন।
কিন্তু কাজ হয়নি। তাইতো এনিয়ে মাঠের পাশেই চলতে থাকে দফায় দফায় আলোচনায়। বিরল এক দৃশ্য। যেন মান ভাঙ্গানোর খেলা! পাড়ার ক্রিকেটে অনেক সময় এমন দেখা যায়!
এভাবে ঘন্টাখানেক চলে। বিপিএলে নতুন কলঙ্ক লাগল। পেশাদার সাক্ষী হল নতুন এক দৃশ্যের। ঘন্টাখানেক নাটক চলার পর শুরু হয় খেলা।
Discussion about this post