অবশেষে সব গুঞ্জনের ইতি টানলেন মোহাম্মদ আশরাফুল। জানালেন এবছরই বিয়ে। ১০ ডিসেম্বর গায়ে হলুদ। পরের দিন বিয়ে! জমকালোভাবে বৌভাত ১২ ডিসেম্বর।
৩১ বছর এই আলোচিত ক্রিকেটারের জীবনের ইনিংস তাহলে শুরু হচ্ছে।
এমনিতে আশরাফুলের বিয়ের তারিখ ঠিক হয়েছিল আগেই। এবার বৌভাতের দিনক্ষণ ঠিক হল।
অ্যাশের হবু বউয়ের নাম তাসলিমা আনিসা অর্চি। বিবিএ পড়ছেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। কনের তার বাবা পেশায় একজন ব্যাবসায়ী। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই প্রতিভা এখন অবশ্য ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক নিয়ে মাঠের বাইরে। ৬ বছরের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ আশরাফুল। ৬১ টেস্টে ২৭৩৭ ও ১৭৭ ওয়ানডেতে ৩৪৬৮ রান তারকা এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন।
Discussion about this post