হারিয়েই গিয়েছিলেন তিনি! অনেকেই তাকে ফেল দিয়েছিলেন বাতিলের খাতায়। মাঝে মধ্যে শুধু ২০ ওভারের ক্রিকেটে দেখা গেছে তাকে। সেই শোয়েব মালিকই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ফিরলেন, যাকে বলে ফেরার মতো ফেরা! দু’বছর বাদে ফের পাকিস্তান টেস্ট দলেও জায়গা মিলল!
সাফল্য হাতের মুঠোয় এই অলরাউন্ডারের। কী এমন মন্ত্র যাতে ফিনিক্স পাখির মতোই ছাই থেকে ফের পুনজন্ম হলো শোয়েবের? সাফল্যের উৎসটা কি?
সানিয়া মির্জা! হ্যাঁ ঠিকই শুনেছেন পাকিস্তানে এই ক্রিকেটারকে আবারো তাতিয়ে দিয়েছেন তার ঘরনী। সুন্দরী স্ত্রী। প্রিয় মানুষটিই শোয়েবকে দেখিয়েছেন পথ। ব্রিটেনের একটি পত্রিকাকে যেমনটা শোনালেন শোয়েব, ’দেখুন আমি মনোবল হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল আমাকে দিয়ে আর হবে না। ঠিক তখনই সানিয়া আমাকে চাঙ্গা করে দিল। ওর স্পর্শে আমি জেগে উঠলাম। নতুন জন্ম হল আমার।’ তাইতো নতুন স্বপ্ন এখন ৩৩ বছর বয়সী ক্রিকেটারের, ‘আরো কিছুদিন জাতীয় দলে থাকতে পরিশ্রম করে যাচ্ছি।’
সানিয়ার সময়টাও বেশ কাটছে। এই গ্ল্যামার গার্ল দ্বৈতের লড়াইয়ে হিনগিসকে নিয়ে একের পর এক ট্রফি জিতেই চলেছেন। নাম্বার ওয়ান তিনি।
আর খেলার ফাঁকে দুই দেশের দুই তারকা সংসার পাতছেন দুবাইয়ে। সেখানকার সেলেব্রেটি ফ্ল্যাটে খুনসুটিতে কাটছে সময়। এভাবেই বাকীটা জীবন কাটাতে চান সানিয়া-শোয়েব!
Discussion about this post