গ্র্যান্ড স্ল্যামের শিরোপা রীতিমতো রহস্য হয়েই গেল! কিছুতেই হাসিমুখে গ্র্যান্ড আসর থেকে ফেরা হচ্ছে না রজার ফেদেরারের। পরিসংখ্যানটা রীতিমতো বিস্ময়কর! টানা ১৩টি গ্র্যান্ড স্লাম থেকে খালি হাতে ফিরতে হলো সুইস এই কিংবদন্তিকে। এবার সেই নোভাক জোকোভিচের কাছেই হার মানলেন তিনি।
ইউএস ওপেনের শিরোপা সার্বিয়ান তারকার। বিশ্বের এক নম্বর খেলোয়াড় হারালেন দুই নম্বরকে।
নিউইয়র্কের আর্থার অ্যাশ এরিনায় বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জোকো জিতলেন ৬-৪, ৫-৭, ৬-৪, এবং ৬-৪ গেমে। সময় নিলেন তিন ঘন্টা বিশ মিনিট।
এটি ২৮ বছর বয়সী জোকোভিচের দশম গ্র্যান্ড স্লাম। আর ইউএস ওপেনের দ্বিতীয়। কিংবদন্তি হওয়ার পথে রয়েছেন তিনি। ফ্রেঞ্চ ওপেন বাদে বছরের অন্য তিনটি গ্র্যান্ড স্ল্যামই জোকোভিচ জিতেছেন এই বছর।
তাইতো উচ্ছসিত জোকোভিচ বলছিলেন, “দারুণ সময় কাটাচ্ছি। বলা যায় ২০১১ সালের পর এটাই আমার জীবনের সেরা সময়।”
কিন্তু ফেদেরার ফাইনালে উঠে হতাশ হচ্ছেন বারবার। ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা অবশ্য এখনই অবসর বলতে নারাজ। জানালেন আগামী বছর ঠিকই যাচ্ছেন আর্থার অ্যাশ এরিনায়।
Discussion about this post