পরিবারের মানুষদের পক্ষ থেকে বলা হয়েছিল ষড়যন্ত্রের শিকার শাহাদত হোসেন রাজীব। বিসিবিতে গিয়ে এমন কথাই শুনিয়েছিলেন তার বাবা-মা। কিন্তু রেহাই মিলল না। শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ফেরারি আসামী শাহাদতকে সাময়িক সময়ের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তাকে নিষিদ্ধ বলেই ঘোষণা দিলেন।
জানা গেল- চলমান মামলা নিষ্পত্তি হবার আগে কোন ধরনের ক্রিকেটও খেলতে পারবেন না এই পেস বোলার। শনিবার বিসিবি সভাপতি এই ঘোষণা দেন।
বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর অর্থ ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না শাহাদত।
এর আগে শিশু গৃহকর্মী নির্যাতন করে বিপাকে পড়েন জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন রাজীব। মামলায় আসামি হয়ে এখন আত্মগোপনে স্ত্রীসহ তিনি। গ্রেপ্তারের জন্য তাদের খুঁজছে পুলিশ।
এর আগে অবশ্য গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে রোববার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রাজীব।
কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টা পর উদ্ধার সেই শিশু গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করল, রাজীব ও তার স্ত্রী তার ওপর নির্যাতন চালাতেন। রোববার আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে থেকে উদ্ধার করে। শিশুটি জানায়, ‘সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতো। প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করতো।
তারপরই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে রাতে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এরপরই পুলিশ তাদের গ্রেফতারের চেস্টা করে। ওসি জানান, এ ঘটনার পর শাহাদাতের মিরপুরের বাসায় পুলিশ গেলে তাকে সেখানে পাওয়া যায়নি, পালিয়েছেন দু’জন।
পুলিশ জানাল যে কোন মুহুর্তে সস্ত্রীক গ্রেফতার হতে পারেন রাজীব।
Discussion about this post