সপ্তাহ-দুয়েক পর ফের চাঞ্চল্য ফিরে এলো মিরপুরের হোম অব ক্রিকেটে। শুরু হয়ে গেল নতুন মিশনের প্রস্তুতি। এবার সামনে আরেক জায়ান্ট অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজে তাদের বিপক্ষে লড়তে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প শুরু। চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান ছুটিতে আছেন। তাদের ছাড়াই শুরু হল ক্যাম্প। এ মাসেই যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
এইতো গত ১৯ আগস্ট ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে জায়গা পেয়েছেন সোহাগ গাজী ও আল আমিন হোসেন।
ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ ক্রিকেটার
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, সাব্বির রহমান এবং শফিউল ইসলাম।
Discussion about this post