ক্যারিয়ারে অর্জনের শেষ নেই তার। বিশ্বসেরাদের একজনই নন, তিনিই বিশ্বসেরা। এবার সাকিব আল হাসানের ব্যাক্তিগত জীবনেও আসছে সুখবর। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন নাম্বারওয়ান অলরাউন্ডার। সন্তনসম্ভবা হওয়ায় নিয়মিত ডাক্তারি চেকআপের মধ্যে আছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
এমন সময়ে স্ত্রীর পাশে বেশি সময় থাকছেন সাকিব। শোনা যাচ্ছিল শিশিরের পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া সিরিজ নাও খেলতে পারেন সাকিব। কিন্তু তিনিই জানালেন খেলবেন।
এদিকে মানবতার ডাকে আরেকবার সাড়া দিলেন সাকিব। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়াতে ‘সাকিব ফাউন্ডেশন’ গড়লেন। নিজের রেস্টুরেন্ট ‘সাকিব ডাইন’স উদ্বোধনের সময় শনিবার ‘সাকিব ফাউন্ডেশন’ গড়ার বিষয়টি জানান তিনি। যমুনা ফিউচার পার্কে তার কসমেটিক্স শো-রুম ‘কসমিক জাভিয়ান’ থেকে প্রাপ্ত লভ্যাংশের একটা অংশ দিয়ে সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করবেন এ অলরাউন্ডার। এছাড়া সাকিব ডাইন’স থেকে পাওয়া লভ্যাংশের একটা অংশও এই উদ্যোগে ব্যয় হবে। জানা গেছে সুবিধাবঞ্চিত মানুষদের মাসে একবার হলেও সকালের নাস্তা কিংবা দুপুরে খাওয়ানোর ইচ্ছা রয়েছে সাকিবের।
বলা দরকার ২০১৩ সালে ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন তিনি।
Discussion about this post