বিরাট কোহলির সঙ্গে আপাতত শ্রীলঙ্কার সৌন্দর্য্য উপভোগ করতে পারছেন না আনুশকা শর্মা! অথচ কতো পরিকল্পনাই না করে ফেলেছিলেন বলিউডের এই সুন্দরী নায়িকা! আসন্ন লঙ্কা সফরে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা নিতে পারছেনা তাদের স্ত্রী-বান্ধবীকে। ওয়াগদের নিয়ে যাওয়ায় ব্যাপারে নিষেধাজ্ঞা দিলভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড!
কেন? কারন ব্যাখ্যা করতে গিয়ে একজনর কর্মকর্তা বললেন-”দেখুন দলের অধিকাংশ ক্রিকেটারই দীর্ঘদিনের ছুটি কাটিয়ে ফেলেছে৷ তারা পরিবারের সঙ্গে সময় কাটানোর যথেষ্ট সুযোগ পেয়েছে। তাইতো এই সফরে আমরা বৌ-বান্ধবীদের নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি না।”
এমনিতে বেশ কিছুদিন ধরেই ওয়াগদের নিয়ে ঘুরছেন ভারতীয় ক্রিকেটাররা। কোহলি বগলদাবা করে রাখছেন তার প্রেমিকা আনুশকাকে!
বলা দরকার ১০ আগষ্ট গলে শুরু হবে শ্রীলঙ্কা-ভারত প্রথম টেস্ট।
Discussion about this post