বিতর্কের সঙ্গেই অহর্নিশ বসবাস তার। প্রায়ই সমালোচনা উস্কে দেওয়া কথা বলে শিরোনামে আসতে যেন ভালবাসেন সরফরাজ নেওয়াজ। সেই কাজটা আরো একবার করলেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে যখন প্রশংসায় ভাসছে বাংলাদেশ তখন তার মুখে উল্টো সুর। বললেন ইচ্ছে করেই নাকি ভারত হেরেছে!
বাংলাদেশের বিপক্ষে ভারতের ৭৯ রানে হারের পর পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দুনিয়া নিউজ’ এর ‘ইয়ে হ্যায় ক্রিকেট দিওয়াঙ্গি’ অনুষ্ঠানে তিনি বলেন ”আসলে পাকিস্তান যেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে না পারে, তারই ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশকে ম্যাচ ছেড়ে দিয়েছে ভারত।’
এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, ’কিছুদিন আগে ভারত-বাংলাদেশের দুই দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে, মোদী যেভাবে পাকিস্তানের বিপক্ষে কথা বলেছেন, তা থেকে এটা নিশ্চিত বোঝা যায় যে ভারত চেষ্টা করেছে পাকিস্তান যেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যায়!’ এর আগে বাংলাদেশ এই পাকিস্তানকেও হোয়াইটওয়াশ করেছে। এনিয়ে প্রশ্ন উঠতেই সাবেক পেস বোলার সরফরাজ বললেন- ‘আসলে বাংলাদেশ সফরে যাওয়া পাকিস্তান দলটি মানসম্মত দল ছিল না। অধিনায়ক করা হয়েছিল একজন জুনিয়র ক্রিকেটারকে। তাছাড়া দেখুন জুয়া মাফিয়াদের সময় এখন। এ কারনে দল হোয়াইটওয়াশ হয়ে ফিরল কীনা দেখতে হবে।’
Discussion about this post