ভারতের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) থাকছে না। এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।
এমনিতে দ্বি-পাক্ষিক সিরিজের ক্ষেত্রে দুই বোর্ডের সম্মতিতে ডিআরএস ব্যবহার করা হয়। এক্ষেত্রে একটি বোর্ড এই পদ্ধতি ব্যবহার করতে রাজি না হলে ডিআরএস ব্যবহার করা হয় না।
বলা দরকার ডিআরএস ব্যাবহারে সব সময়ই পিছপা ভারত।
ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে একটি টেস্ট খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। জানা গেল সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহীম। কেননা, বিসিবি এখনই টেস্ট অধিনায়ক খুঁজছে না।
এদিকে আগামী ৭ জুন ঢাকা পৌঁছাবে ভারতীয় দল। ভারতের সঙ্গে ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post