সফরে প্রথমবারের মতো নিজেদের শ্রেষ্টত্ব দেখাচ্ছে পাকিস্তান। আর তাতেই বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। এখন ঢাকা টেস্ট বাঁচাতে লড়ছে তারা। তবে লড়াইটা সহজ হবে না। ম্যাচ বাঁচাতে দ্বিতীয় ও টেস্টের শেষ দুটি দিন ব্যাট করতে হবে ব্যাটসনম্যানদের।
এ অবস্থায় শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৬৩। জিততে আরো চাই- ৪৮৭ রান। যা কীনা টেস্ট ইতিহাসে রীতিমতো মিশন ইমপসিবল।
উইকেটে আছেন- তামিম ইকবাল (৩২) ও মমিনুল হক (১৫)
এর আগে ৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তাতেই বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৫০ রান। কেননা, ১ম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে ছিল টাইগাররা।
ঢাকা টেস্টে টস জিতে মুশফিকুর রহীমের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের মাশুল গুনছে পুরো দল। ১ম ইনিংসে যেখানে পাকিস্তান তুলে ৫৫৭ রান। সেখানে ২০৩ রানে অলআউট বাংলাদেশ। অবশ্য আরো আগেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু সাকিব আল হাসান একাই লড়েছেন।
৮৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ৫৫৭/৮ ডিক্লে. (হাফিজ ৮, সামি ১৯, আজহার ২২৬, ইউনুস ১৪৮, মিসবাহ ৯, শফিক ১০৭, সরফরাজ ২১*, ওয়াহাব ৪, ইয়াসির ০; তাইজুল ৩/১৭৯, শহীদ ২/৭২, শুভাগত ২/৭৬, সাকিব ১/১৩৬) ও ২য় ইনিংসে ১৯৫/৬ ডিক্লে. (হাফিজ ০, সামি ৮, আজহার ২৫, ইউনুস ৩৯, মিসবাহ ৮২, শফিক ১৫, সরফরাজ ১৮*; শহীদ ২/২৩, মাহমুদউল্লাহ ১/৮, শুভাগত ১/১৮, সৌম্য ১/৪৫, তাইজুল ১/৫৬)
বাংলাদেশ: ১ম ইনিংসে ২০৩/১০ (তামিম ৪, ইমরুল ৩২, মুমিনুল ১৩, মাহমুদউল্লাহ ২৮, সাকিব ৮৯*, মুশফিক ১২, সৌম্য ৩, শুভাগত ০, তাইজুল ১৫; ইয়াসিন ৩/৫৮, ওয়াহাব ৩/৭৩, জুনায়েদ ২/২৬, হাফিজ ১/১৩) ও ২য় ইনিংসে ৬৩/১ (তামিম ৩২, ইমরুল ১৬, মুমিনুল ১৫; ইয়াসির ১/৭)
Discussion about this post