বিশ্বকাপের ছন্দ ধরে রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় ৭৯ রানে। এরপরের টা আরো অনায়াসে। ৭ উইকেটে ম্যাচ টাইগারদের। এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাওয়াশের হাতছানি।
বুধবার জিতলেই সেই স্বপ্নপুরন। সিরিজ জিতে গেলেও ম্যাচটাকে হালকা করে নিচ্ছে না মাশরাফি বিন মর্তুজার দল। দলের সহকারী কোচ রুয়ান কালপাগে যেমনটা জানাচ্ছেন- ”রেটিং পয়েন্ট বাড়ানোর দিকেই সবার মনোযোগ। তাইতো জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই নেই।” র্যাঙ্কিংয়ে চোখ টাইগারদের।
কালপাগে মিরপুরে সাংবাদিকদের বলেন- ”ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিংয়ে উন্নতিটাই চাইছি আমরা। তাইতো সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।” এ কারনে উইনিং কম্বিনেশন নিয়েই খেলবে দল।
জানা গেছে- পাকিস্তানকে ৩ ম্যাচের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৮১। পাকিস্তানের পয়েন্ট কমে হবে ৯২। এখন টাইগারদের পয়েন্ট ৭৬। ৯২ পয়েন্ট নিয়ে ঠিক ওপরে ওয়েস্ট ইন্ডিজ।
এ অবস্থায় ২-১ ব্যবধানে সিরিজ জিতলে মাশরাফিদের পয়েন্ট হবে ৭৯।
Discussion about this post