সেই সুখস্মৃতি ১৬ বছর আগের। এরপর পাকিস্তানের বিপক্ষে যতোগুলো ম্যাচ, হার ঠিক ততোটিতেই। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ ৬২ রানে হারিয়েছিল পাকিস্তানকে। আর সেই দলে ছিলেন ওয়াকার ইউনিস। যিনি এখন পাকিস্তান দলের কোচ। তিনি এখনো ম্যাচটির কথা ভুলে যেতে পারেন নি। বৃহস্পতি মিরপুরে সংবাদ সম্মেলনে জানালেন বিশ্বকাপের সেই হার আজও মনে আছে তার।
তেমনই এক ঘটনার কথা মনে রেখেই শুক্রবার শেরেবাংলায় তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে পাকিস্তান কোচ বললেন, ”আমার সবকিছুই মনে আছে। ১৯৯৯ বিশ্বকাপে আমি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছিলাম। ওই দিন তারা ভালো খেলেই আমাদের হারিয়েছে।”
ম্যাচটিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২২৪ রান। জবাব দিতে নেমে ১৬১ অলআউট পাকিস্তান।
এ অবস্থায় সিরিজে বাংলাদেশকে ‘ফেভারিট’ বলছেন ওয়াকার। বললেন, ”হ্যাঁ, তারাই (বাংলাদেশ) ফেভারিট।”
Discussion about this post