১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ। এরপর বেশ কয়েকবার মুখোমুখি হলেও সাফল্য অধরা হয়েই থেকেছে। কোন ধরনের ক্রিকেটেই মিলেনি জয়। কিন্তু বুধবার সেই অচলায়তন ভাঙ্গল।
একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারাল বিসিবি একাদশ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ৯ উইকেট হারিয়ে তারা তুলে ২৬৮ রান। জবাব দিতে নেমে ৭ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি একাদশ। শতরান করেন রুম্মন আহমেদ সাব্বির। খেলেন ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস।
এক মাসের সফরে বাংলাদেশে এখন পাকিস্তান ক্রিকেট দল। তারা তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে।
১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে, ১৯ এপ্রিল দ্বিতীয় এবং ২২ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
২৪ এপ্রিল একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ।
প্রথম টেস্ট খুলনায় শুরু ২৮ এপ্রিল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে।
Discussion about this post