বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ভারতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাহারা গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির মেয়াদ শেষ হতে ১৫ মাস বাকি ছিল। কিন্তু তার আগেই সেই প্রতিষ্ঠানটিকে না বলে দিল বিসিবি। এর অর্থ এখন থেকে আর জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে সাহারা লেখাটি থাকছে না।
বলা দরকার ২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চুক্তি হয় সাহারার। মেয়াদ ছিল চার বছরের।
এদিকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চেয়ে ৩০ মার্চ জাতীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমগুলোতে জানিয়েছেন ”আমরা সাহারার সঙ্গে চুক্তি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
Discussion about this post