সময় যেন এখন মাহমুদল্লাহ রিয়াদের। আগের ম্যাচেই গড়েছেন নতুন রেকর্ড। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে করেছিলেন প্রথম শতরান। সেই ধারাবাহিকতা থাকল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে।
হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১১ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ১২৮ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করেন তিনি। আর এবার স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে হার না মানা ১২৮ রান করলেন তিনি। এবারের বিশ্বকাপে পাঁচ ইনিংসে ৮৬ গড়ে মোট ৩৪৪ রান করেছেন মাহমুদুল্লাহ।
ইতিহাস জানাচ্ছে-ওয়ানডেতে এর আগে একবারই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই রেকর্ড গড়েন শাহরিয়ার নাফিস।
মাহমুল্লাহর এই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটে হারে বাংলাদেশ।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৮ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
এ অবস্থায় কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ১৯ মার্চ ম্যাচটি হবে মেলবোর্নে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৮/৭ (তামিম ১৩, ইমরুল ২, সৌম্য ৫১, মাহমুদুল্লাহ ১২৮*, সাকিব ২৩, মুশফিক ১৫, সাব্বির ৪০, নাসির ১১, রুবেল ০*; এলিয়ট ২/২৭, অ্যান্ডারসন ২/৪৩, বোল্ট ২/৫৬, ভেটোরি ১/৪২)
নিউজিল্যান্ড: ৪৮.৫ ওভারে ২৯০/৭ (গাপটিল ১০৫, ম্যাককালাম ৮, উইলিয়ামসন ১, টেলর ৫৬, এলিয়ট ৩৯, অ্যান্ডারসন ৩৯, রনকি ৯, ভেটোরি ১৬*, সাউদি ১২*; সাকিব ৪/৫৫, নাসির ২/৩২, রুবেল ১/৪০)
ফল: ৩ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
ম্যাচসেরা: মার্টিন গাপটিল।
Discussion about this post