চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপী ফের আলোচনায়। পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করে আলোচনায় এসেছিলেন তিনি। তার আইনজীবী কুমার দেবুল দে মঙ্গলবার জানালেন, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন এবং রুবেলকে চাপমুক্ত রাখতে তিনি হ্যাপীর হয়ে মামলা লড়তে চান না।
ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে এখন প্রশংসায় ভাসছেন রুবেল হোসেন। তার সাবেক প্রেমিকা হ্যাপিও ফেসবুকে উচ্ছসিত থাকছেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন- ”আমি সত্যিই খুব খুশি, উইকেট পেয়েছে। দারুণ দেখিয়েছো বাবু, চালিয়ে যাও।” এছাড়া স্ট্যাটাসে লিখেন-”আগামী ম্যাচগুলোতেও রুবেল খুব ভালো খেলুক। সব ক্রিকেটপ্রেমীর মতো আমিও রুবেলের সাফল্য চাই। একইসঙ্গে গোটা টিমকে শুভেচ্ছা জানাচ্ছি।”
অন্যদিকে তার আইনজীবি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ”বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, একজন পেশাজীবী হিসাবে হ্যাপীর পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলায় লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপীর আইনজীবী হিসাবে এখুনি নিজের নাম প্রত্যাহার করে নিলাম।”
এইতো গতবছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী। পরে এজন্য জেলেও যেতে হয় রুবেলকে। তার বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। পরে জামিন মিলে।
২১ বছর বয়সী চলচ্চিত্র অভিনেত্রী হ্যাপি তখন জানান-রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন।
এ সময় তিনি যেমনটা বলছিলেন- ফেসবুকের মাধ্যমে রুবেলের সঙ্গে তার পরিচয়। সেটা বছর খানেক আগের কথা। এরপর গত নয় মাস ধরে তাদের ঘনিষ্টতা বাড়তে থাকে।
হ্যাপি বলছিলেন, ”হঠাৎ করে কিছুদিন আগে আমাদের সমস্যা দেখা দেয়। জানতে পারি রুবেল আরেক মেয়ের প্রেমে পড়েছেন। এরপরই ও আমাকে এড়িয়ে চলতে শুরু করে। অথচ বিয়ের কথা বলে আমার সঙ্গে ঘনিষ্ট হয়েছে রুবেল।”
রুবেলকে জড়িয়ে আলোচনায় আসা তরুনী হ্যাপি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। এরইমধ্যে তিনি ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বেশ কয়েকটি সিনেমা মুক্তির মিছিলে আছে।
Discussion about this post