লো-স্কোরিং ম্যাচে ছড়িয়েছিল দারুণ উত্তেজনা। শেষ পর্যন্ত ম্যাচটাকে নাটকীয় হতে দিলেন না মহেন্দ্র সিং ধোনি। খেললেন মাথা ঠান্ডা রেখে। আর তাতেই বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা জিতল ৪ উইকেটে।
শুক্রবার পার্থের ওয়াকায় বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ১৮২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। এরপর বেশ সংগ্রাম করে ৩৯. ১ওভার ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.২ ওভারে ১৮২/১০ (স্মিথ ৬, গেইল ২১, স্যামুয়েলস ২, কার্টার ২১, রামদিন ০, সিমন্স ৯, স্যামি ২১, রাসেল ৮, হোল্ডার ৫৭, টেলর ১১, রোচ ০*; সামি ৩/৩৫, জাদেজা ২/২৭, উমেশ ২/৪২, মোহিত ১/৩৫, অশ্বিন ১/৩৮)
ভারত: ৩৯.১ ওভারে ১৮৫/৬ (রোহিত ৭, ধাওয়ান ৯, কোহলি ৩৩, রাহানে ১৪, রাহানে ২২, ধোনি ৪৫*, জাদেজা ১৩, অশ্বিন ১৬*, টেইলর ২/৩৩, রাসেল ২/৪৩, স্মিথ ১/২২, রোচ ১/৪৪)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ সামি
Discussion about this post