জিততে হলে রেকর্ড গড়তে হবে। এমন কিছু করতে হবে যা করা হয়নি আগে। বাংলাদেশের ক্রিকেটাররা তেমনই কিছু করে দেখাল এবার।
ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে টাইগাররা পেল দারুণ এক জয়। ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার সম্ভাবনা টিকিয়ে রাখল মাশরাফির দল।
১১ বল হাতে রেখেই জয় পায় দল।
বৃহস্পতিবার নেলসনে টস হেরে ব্যাট করতে নেমে কাইল কোয়েটজারের (১৫৬) সেঞ্চুরিতে স্কটল্যান্ড তুলে ৮ উইকেটে ৩১৮ রান। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন তিনি। এরপর তামিম ইকবাল (৯৫), মাহমুদুল্লাহ রিয়াদ (৬২) মুশফিকুর রহিম (৬০), সাকিব আল হাসান (৫২) দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১৩ রান টপকে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
এদিন তামিমকে দেখা গেল সেই পুরনো চেহারায়। অবশ্য সৌম্য সরকার ফিরে গেলেন দলের ৫ রানে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তামিম এবং মাহমুদুল্লাহ করেন ১৩৯ রান। ইতিহিস জানাচ্ছে- বিশ্বকাপে বাংলাদেশের যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
মাহমুদুল্লাহ ৬২ রান করতে খেলেন ৬টি চার ও ১টি ছক্কা।
৫ রানের আক্ষেপ থাকল তামিমের। নার্ভাস ৯৫ রান করতে তিনি খেলেন ১০০ বল। যাতে ছিল ৯ চার ও ১ ছক্কা। এরপর মুশফিক খেলেন ঝড়ো ইনিংস। ৪২ বলে করেন ৬০ রান। যাতে ছিল ৬ চার ও দুই ছক্কা । তাতেই জয়টা অনায়াস হয় বাংলাদেশের।
পরের দ্বায়িত্বটুকু সারেন সাকিব আর সাব্বির রহমান। ৫২ রানে অপরাজিত সাকিব। সাব্বির ৪০ বলে অপরাজিত ৪২।
Discussion about this post