শেষ পর্যন্ত ড্র হল ইয়ুথ টেস্ট সিরিজ। প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচটিও ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ।
অবশ্য বৃষ্টি বিঘ্নিত তিন দিনের ম্যাচে দুই দল দুই ইনিংস খেলতে পেরেছে।
বুধবার ৫ উইকেটে ১৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৯ উইকেটে ১৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।
#######################
বৃষ্টির বাধায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
প্রথম তিনদিনের ম্যাচ ড্রয়ের পর বেশ দাপটেই দ্বিতীয়টি শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বৃষ্টি এলোমেলো করে দিচ্ছে সবকিছু। মঙ্গলবার দ্বিতীয় দিনে মাত্র ৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেল বাংলাদেশ। যা মনে হচ্ছে ড্র;ই বুঝি এই ম্যাচের শেষ পরিনতি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১৬৮ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।
এরপর ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ১০ রান যোগ করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু হয়নি।
আর দিন শেষে বাংলাদেশের রান দাড়ায় ৫ উইকেটে ১৭৮ রান।
এর আগে পাল্লেকেলেতে দ্বিতীয় তিন দিনের ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল প্রথম দিন শেষে ৫ উইকেটে তুলেছে ১৬৮ রান। খারাপ আবহাওয়ার জন্য ৭৩ ওভার খেলা হয়েছে। টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে বাংলাদেশ।
Discussion about this post